, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার

ভারতে সুপারি আনতে গিয়ে গুলিতে নিহত সিলেটের কৃষক কুটি মিয়া 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়াদের গুলিতে কুটি মিয়া (৫০) নামের সেই বাংলাদেশি বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

নিহত কুটি মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে। পেশায় তিনি ছিলেন কৃষক।

বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল দিনের বেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিক ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাই পুঞ্জি এলাকায় সুপারি আনার জন্য অবৈধভাবে প্রবেশ করেন। বিকেলে ফেরার সময় খাসিয়ারা দেখে ফেলায় ছয়জন বাংলাদেশি দৌড়ে পালিয়ে বাংলাদেশে আসেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি পেছনে থাকা কুটি মিয়ার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ভারতের প্রায় ৭ কিলোমিটার ভেতরেই মারা যান।

এদিকে গত দুই দিন কুটি মিয়ার কোনো সন্ধান পায়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। পরে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভারতের লোকাল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে কুটি মিয়ার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ভারতের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তরের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো আজ বা আগামীকালের মধ্যে লাশ হস্তান্তর করবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, লাশ এখনো হস্তান্তর করেনি, সম্ভাবনা রয়েছে আজকের (শনিবার) মধ্যে লাশ হস্তান্তর করার।

জনপ্রিয়

ভারতে সুপারি আনতে গিয়ে গুলিতে নিহত সিলেটের কৃষক কুটি মিয়া 

প্রকাশের সময় : ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়াদের গুলিতে কুটি মিয়া (৫০) নামের সেই বাংলাদেশি বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

নিহত কুটি মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে। পেশায় তিনি ছিলেন কৃষক।

বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল দিনের বেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিক ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাই পুঞ্জি এলাকায় সুপারি আনার জন্য অবৈধভাবে প্রবেশ করেন। বিকেলে ফেরার সময় খাসিয়ারা দেখে ফেলায় ছয়জন বাংলাদেশি দৌড়ে পালিয়ে বাংলাদেশে আসেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি পেছনে থাকা কুটি মিয়ার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ভারতের প্রায় ৭ কিলোমিটার ভেতরেই মারা যান।

এদিকে গত দুই দিন কুটি মিয়ার কোনো সন্ধান পায়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। পরে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভারতের লোকাল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে কুটি মিয়ার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ভারতের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তরের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো আজ বা আগামীকালের মধ্যে লাশ হস্তান্তর করবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, লাশ এখনো হস্তান্তর করেনি, সম্ভাবনা রয়েছে আজকের (শনিবার) মধ্যে লাশ হস্তান্তর করার।