ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩ তম বার্ষিক সাধারণ সভা শনিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, সদস্য মো. নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির।
সভায় ক্লাবের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সকল সদস্য আলোচ্যসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন এবং সবার মতামতের ভিত্তিতে বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।