বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের কম্পিউটার কার্যক্রমে যুক্ত হলো (প্রজেক্টর) যুগপযোগী প্রজেক্ট। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ট্রাস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন প্রজেক্টের উদ্বোধন করা হয়। ট্রাস্টের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সাহিত্য প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম।
কম্পিউটার প্রশিক্ষক সালেহ আহমদ সাকীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আহমদ, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় এডভাইজারী কমিটির সদস্য তজম্মুল আলী রাজু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার প্রশিক্ষনার্থী সাবলু মিয়া, মাসুমা জাহান মুক্তা।
এসময় উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামি ব্যাংক বিশ্বনাথ শাখার সেকেন্ট অফিসার আবুল কালাম, সংগঠক দিলোয়ার হোসেন সজিব, জাহেদ আহমদ সেজুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কম্পিউটার প্রশিক্ষীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক যুগে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। প্রবাসী এডুকেশন ট্রাস্ট দীর্ঘদিন ধরে আর্তসামাজিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ করে দিবে। বক্তারা আরো বলেন, সময়ের চাহিদা অনুযায়ী তরুণ প্রজন্মকে প্রযুক্তির জ্ঞানে দক্ষ করে তুলতে এ ধরণের উদ্যোগ প্রশংসনীয়। ট্রাস্টের এই কার্যক্রম আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্ঠান্ত হয়ে থাকবে।