সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়।
সভায় বিগত একমাসের উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। এ সময় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গত মাসের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়ে যেমন চুরি, মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ে মামলা ও আটক আসামিদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সম্প্রতি সময়ে বৈরী আবহাওয়ায় বজ্রপাত থেকে নিরাপদে থাকতে জনসচেতনতা বৃদ্ধি, যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন, চোরাচালান নিয়ন্ত্রণসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় সভাপতি আলোচনায় আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ী ঢল হতে সৃষ্ট বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। ঈদুল আযহা উপলক্ষে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা হয়। এলাকায় যেন বিদ্যুৎ সব সময় থাকে সেজন্য কর্তৃপক্ষকে আহবান করা হয়।
সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ফয়জুল ইসলাম, উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার,খাজাঞ্চি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, বিশ্বনাথ ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আক্রামুল ইসলাম, পৌর নির্বাহী অফিসার বদরুজ্জামান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষকসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।