বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
নিচে তার ফেসবুক স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো
সম্মানিত বিশ্বনাথ-ওসমানীনগরবাসি। আসসালামু’আলাইকুম। বিশ্বনাথে গতকাল রাতে যে অনাকাঙ্খিত ঘটনা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত। সবাই কে ধৈর্য্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেয়া যাবেনা। সকল প্রকার সংঘর্ষ এড়িয়ে নিজেদের কাজ করার পরামর্শ দিচ্ছি। ধানের শীর্ষ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেবার যে দায়িত্ব আপনাদের দিয়েছি সেটা নিষ্ঠার সাথে পালন করুন। কথায় বলে “ যে সয় সে রই “।
উল্লেখ্য, বিএনপির দুই কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির ও তাহসিনা রুশদীর লুনার সমর্থকদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে বিশ্বনাথ পৌর শহর রণক্ষেত্রে পরিণত হয়।বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।