, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় প্রেমিক গ্রেপ্তার রাষ্ট্র ও জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ পাশে থাকবে :  এসএমপি কমিশনার সিলেট-ঢাকা ৬ লাইন মহাসড়ক কাজের দ্রুত অগ্রগতির ব্যাপারে প্রশাসন অত্যন্ত আন্তরিক : ইউএনও ঊর্মি রায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে আহত ৩০ ইলিয়াস আলীকে কারা গুম করেছিল, ‘বের করা হয়েছে’ : ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ঘোষণা সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম

বিয়ের তিন দিন না যেতেই সিলেট সীমান্তে পাওয়া গেলো জাকারিয়ার লাশ!

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ভারতের অভ্যন্তরে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্তের ওপারে ওই যুবকের লাশের খবর পান পরিবারের সদস্যরা।

নিহত যুবক কোম্পানীগঞ্জ থানার লামারগ্রাম কামাল বস্তির আলাউদ্দিন আলাইয়ের ছেলে জাকারিয়া (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। মরদেহটি একটি গাছের ডালে দড়িতে ঝুলতে দেখা যায়। উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এটি আত্মহত্যা, না অন্য কোনো কারন জানা যায়নি

জাকারিয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার জাকারিয়া বিয়ে করেন। বৃহস্পতিবার ভোরে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁর লাশ সীমান্তের ১২৫৮ সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ছিল। পরে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানায় খবর দেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবকের লাশ পাওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য বিজিবির উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সঙ্গে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা দ্রুতই আইনি জটিলতা কাটিয়ে লাশ নিয়ে আসব। যেহেতু সীমান্তের ওপারে তাই লাশ উদ্ধারে কিছুটা বিলম্ব হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সিও লে. কর্নেল মো. নাজমুল হক জানান, শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে ৫০ গজের মধ্যে এক যুবকের লাশ পাওয়া গেছে। আমরা বিএসএফকে অবগত করেছি। বিএসএফ তাদের পুলিশকে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ফিরিয়ে আনা হবে। তবে কি কারণে জাকারিয়া সীমান্তের ওপারে গিয়েছে তা জানা যায়নি।

জনপ্রিয়

ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম

বিয়ের তিন দিন না যেতেই সিলেট সীমান্তে পাওয়া গেলো জাকারিয়ার লাশ!

প্রকাশের সময় : ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ভারতের অভ্যন্তরে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্তের ওপারে ওই যুবকের লাশের খবর পান পরিবারের সদস্যরা।

নিহত যুবক কোম্পানীগঞ্জ থানার লামারগ্রাম কামাল বস্তির আলাউদ্দিন আলাইয়ের ছেলে জাকারিয়া (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। মরদেহটি একটি গাছের ডালে দড়িতে ঝুলতে দেখা যায়। উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এটি আত্মহত্যা, না অন্য কোনো কারন জানা যায়নি

জাকারিয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার জাকারিয়া বিয়ে করেন। বৃহস্পতিবার ভোরে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁর লাশ সীমান্তের ১২৫৮ সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ছিল। পরে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানায় খবর দেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবকের লাশ পাওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য বিজিবির উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সঙ্গে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা দ্রুতই আইনি জটিলতা কাটিয়ে লাশ নিয়ে আসব। যেহেতু সীমান্তের ওপারে তাই লাশ উদ্ধারে কিছুটা বিলম্ব হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সিও লে. কর্নেল মো. নাজমুল হক জানান, শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে ৫০ গজের মধ্যে এক যুবকের লাশ পাওয়া গেছে। আমরা বিএসএফকে অবগত করেছি। বিএসএফ তাদের পুলিশকে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ফিরিয়ে আনা হবে। তবে কি কারণে জাকারিয়া সীমান্তের ওপারে গিয়েছে তা জানা যায়নি।