সিলেটের বালাগঞ্জে খুঁটির নিচে নিথর-নিস্প্রাণ হয়ে পড়ে আছে তিনটি ট্রান্সফরমারের খোসা। খুবই কৌশলে ও নির্বিঘ্নে বিদ্যুতের খুঁটির উপর থেকে ট্রান্সফরমারগুলো নিচে নামিয়ে মূল্যবান যন্ত্রপাতি খুলে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাতে বালাগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
গ্রামের লোকজন জানিয়েছেন, মসজিদের নিকটবর্তী একটি খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। প্রতিটি ট্রান্সফরমার ১৫ কেবি ক্ষমতাসম্পন্ন। গ্রামবাসীর অর্থায়নে মসজিদের প্রয়োজনে পল্লী বিদ্যুৎ অফিস থেকে ট্রান্সফরমারগুলোর মূল্য পরিশোধ করে এখানে বসানো হয়েছিল। ট্রান্সফরমারগুলো চুরি হওয়ায় অন্ধকারে রয়েছে গ্রামের জামে মসজিদ।
মসজিদের নিকটবর্তী বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গভীর রাতে সবুজ রঙ্গের বাক্স হাতে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, এই বাক্সে ট্রান্সফরমার খোলার যন্ত্রপাতি ছিল। তবে, ফুটেজে ওই লোকটিকে সনাক্ত করা সম্ভব হয়নি।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বালাগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. আলাউল হক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তিনি বলেন, এই তিনটিসহ এক সপ্তাহে নয়টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
বালাগঞ্জ থানার ওসি ফরিদ ভুঁইয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হবে।