, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা

বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সিসিকের ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প ঝুলে আছে মন্ত্রণালয়ে

সিলেট নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) যে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তা এখনও অনুমোদন পায়নি। অনুমোদন না মিলায় প্রকল্পটি ঝুলে রয়েছে, ফলে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান আপাতত বিলম্বিত হচ্ছে।

সিসিক জানিয়েছে, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর বিশেষজ্ঞ দল নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য সমীক্ষা করেছে। প্রথমে ৩ হাজার ১২৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হলেও, মন্ত্রণালয় তা পর্যালোচনার জন্য ফেরত পাঠায়। পরে আরও সংযোজন করে প্রকল্পের পরিমাণ বেড়ে হয় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা।

এসময় প্রকল্পের প্রস্তাবনায় রয়েছে নগরের ৯টি প্রধান ছড়া ও কিছু উপ-ছড়া প্রশস্তকরণ, নিচু এলাকায় পানি সংরক্ষণাগার নির্মাণ, সুরমা নদীর দুই তীরে বেড়িবাঁধ ও পানি প্রতিরক্ষা দেয়াল, ছড়া ও খালের সম্মুখে স্লুইসগেট স্থাপন, পাশাপাশি পানি অপসারণের জন্য পাম্প ও রেগুলেটর বসানো।

সিলেট সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সম্প্রতি বদলি হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেনে যোগদান করেছেন।

যোগাদানের আগে প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, বন্যা ও জলাবদ্ধতা থেকে সিলেট নগরকে রক্ষা করতে বিশেষজ্ঞ দলের মতামত অনুযায়ী প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মেললেই কাজ শুরু হবে।

জনপ্রিয়

সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সিসিকের ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প ঝুলে আছে মন্ত্রণালয়ে

প্রকাশের সময় : ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

সিলেট নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) যে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তা এখনও অনুমোদন পায়নি। অনুমোদন না মিলায় প্রকল্পটি ঝুলে রয়েছে, ফলে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান আপাতত বিলম্বিত হচ্ছে।

সিসিক জানিয়েছে, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর বিশেষজ্ঞ দল নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য সমীক্ষা করেছে। প্রথমে ৩ হাজার ১২৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হলেও, মন্ত্রণালয় তা পর্যালোচনার জন্য ফেরত পাঠায়। পরে আরও সংযোজন করে প্রকল্পের পরিমাণ বেড়ে হয় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা।

এসময় প্রকল্পের প্রস্তাবনায় রয়েছে নগরের ৯টি প্রধান ছড়া ও কিছু উপ-ছড়া প্রশস্তকরণ, নিচু এলাকায় পানি সংরক্ষণাগার নির্মাণ, সুরমা নদীর দুই তীরে বেড়িবাঁধ ও পানি প্রতিরক্ষা দেয়াল, ছড়া ও খালের সম্মুখে স্লুইসগেট স্থাপন, পাশাপাশি পানি অপসারণের জন্য পাম্প ও রেগুলেটর বসানো।

সিলেট সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সম্প্রতি বদলি হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেনে যোগদান করেছেন।

যোগাদানের আগে প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, বন্যা ও জলাবদ্ধতা থেকে সিলেট নগরকে রক্ষা করতে বিশেষজ্ঞ দলের মতামত অনুযায়ী প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মেললেই কাজ শুরু হবে।