সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের দেশটাকে লুটেপুটে খেয়েছে। সমস্ত টাকা বিদেশে পাচার করেছে। তারা দেশে নেই, আখের গুছিয়ে বিদেশে পালিয়ে গেছে। যারা দেশকে ধ্বংস করেছে, এমন সরকার আমরা চাই না।’
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কারখানা বাজারে ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করা হয় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।
সৈয়দা আদিবা হোসেন আরও বলেন, ‘এবারের নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আমি অংশ নিতে চাই। আমাদের পরিবার সবসময় আপনাদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, এ বিষয়ে আমি আশাবাদী।’
সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী এবং পরিচালনা করেন সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াহইয়া আহমদ।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সেলিম, সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজি জামাল আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মলিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মধু মিয়া, বিএনপি নেতা ছফর উদ্দিন, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি অলিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাধারণ সম্পাদক আকাছ উদ্দিন ও প্রবাসী নেতা লিয়াকত হোসেন।
মতবিনিময় শেষে সৈয়দা আদিবা হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কারখানা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এতে সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।