, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপিত

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে : বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যতম একটি পর্যটন এলাকা। এ প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করেই এখানে পর্যটনের প্রসার ঘটাতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেটে পর্যটনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সরকার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে সিলেটের পর্যটন খাত আরো উন্নত হবে। তিনি আরও বলেন, পর্যটন খাতকে ঘিরে কর্মসংস্থান বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। কাজেই শুধু দিবস উদ্‌যাপনে সীমাবদ্ধ না থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বিন ব্রীজে এসে শেষ হয়। র‍্যালি শেষে সারদা হলে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিশেষ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। এরমধ্যে রয়েছে সচেতনতামূলক সাইক্লিং, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী পর্যটন মেলা এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ডিসপ্লে ও ক্বিন ব্রীজসংলগ্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদ্‌যাপন করা হয়।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপিত

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে : বিভাগীয় কমিশনার

প্রকাশের সময় : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যতম একটি পর্যটন এলাকা। এ প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করেই এখানে পর্যটনের প্রসার ঘটাতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেটে পর্যটনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সরকার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে সিলেটের পর্যটন খাত আরো উন্নত হবে। তিনি আরও বলেন, পর্যটন খাতকে ঘিরে কর্মসংস্থান বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। কাজেই শুধু দিবস উদ্‌যাপনে সীমাবদ্ধ না থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বিন ব্রীজে এসে শেষ হয়। র‍্যালি শেষে সারদা হলে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিশেষ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। এরমধ্যে রয়েছে সচেতনতামূলক সাইক্লিং, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী পর্যটন মেলা এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ডিসপ্লে ও ক্বিন ব্রীজসংলগ্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদ্‌যাপন করা হয়।