সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন,প্রযুক্তির ব্যবহার শিক্ষাঙ্গনে অগ্রগতির মাইলফলক। শিক্ষার সর্বক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির ব্যবহার শিক্ষার মানকে আরও বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে শিক্ষা কার্যক্রমে আইসিটি ভিত্তিক পড়াশোনা চালু করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে। তেমনি শিক্ষাঙ্গনে প্রযুক্তির ব্যবহার দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তিনি সোমবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে অধ্যাপক মোস্তাক হোসেন শিক্ষাবিদ সম্মিলন কেন্দ্রে কলেজের আভ্যন্তরীণ পরীক্ষার বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ওএমআর ভিত্তিক কার্যক্রমের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান কানিজ ফাতেমার সভাপতিত্বে ও দীপক চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ দিদার চৌধুরী,সুনামগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কাশেম আজাদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের একাডেমিক কাউন্সিলের সম্পাদক মোঃ মতিউর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ জয়নুল ইসলাম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাহেনা হক,ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দা মোমেনা বেগম লিমু।