, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে জমি হস্তান্তর সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির

পর্যটন দিবসে সিলেটের ভোলাগঞ্জ থেকে পর্যটকের প্রাইভেট কার চুরি

জাতীয় পর্যটন দিবসে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পার্কিং এলাকা এক লঙ্কাকান্ড ঘটনা ঘটেছে। পর্যটকদের আকর্ষিত করতে প্রশাসন ব্যাতিব্যস্ত। অন্যদিকে বেরসিক চোর আগত পর্যটকের প্রাইভেট কার চুরি নিয়ে গেছে। জানা যায়, পর্যটন স্পটের পার্কিং এরিয়া থেকেই চুরি হয়েছে এই কারটি। চুরি যাওয়ার পর পার্কিং এরিয়ার নিরাপত্তা নিয়ে শুশিল সমাজে বিতর্কের ঝড় উঠেছে।  শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পর্যটক জানান, সকাল ৭টার দিকে তারা একটি প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২১-৩৮৩৮) নিয়ে সাদাপাথর ভ্রমণে আসেন। উপজেলা প্রশাসনের টিকেট কেটে গাড়িটি নির্ধারিত পার্কিং এলাকায় রাখার পর ড্রাইভারসহ সবাই ঘুরতে যান। চার ঘণ্টা পর সকাল ১১টার দিকে ফিরে এসে তারা দেখেন গাড়িটি সেখানে নেই।

ঘটনার সময় উপজেলা প্রশাসন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনায় ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ গাড়ির নম্বরসহ কন্ট্রোল রুমে তথ্য দেন।

এ প্রসঙ্গে স্থানীয় পর্যটন ব্যবসায়ী আজহার মিয়া, এর আগে এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় সাদা পাথরে ঘুরতে আসা পর্যটকদের মনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিবে। এর দায়ভার ঘাট প্রশাসনকেই নিতে হবে।

চুরি যাওয়ার পর ঘাট কর্তৃপক্ষে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার চিত্র ফুটে ওঠে।

চুরি হওয়া গাড়ি উদ্ধারে সহায়তা করতে কেউ কোনো তথ্য পেলে ০১৩২০১১৭৯৯৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, পুলিশ গাড়ি উদ্ধারে ও চোরচক্রকে শনাক্ত করতে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়

আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ

পর্যটন দিবসে সিলেটের ভোলাগঞ্জ থেকে পর্যটকের প্রাইভেট কার চুরি

প্রকাশের সময় : ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পর্যটন দিবসে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পার্কিং এলাকা এক লঙ্কাকান্ড ঘটনা ঘটেছে। পর্যটকদের আকর্ষিত করতে প্রশাসন ব্যাতিব্যস্ত। অন্যদিকে বেরসিক চোর আগত পর্যটকের প্রাইভেট কার চুরি নিয়ে গেছে। জানা যায়, পর্যটন স্পটের পার্কিং এরিয়া থেকেই চুরি হয়েছে এই কারটি। চুরি যাওয়ার পর পার্কিং এরিয়ার নিরাপত্তা নিয়ে শুশিল সমাজে বিতর্কের ঝড় উঠেছে।  শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পর্যটক জানান, সকাল ৭টার দিকে তারা একটি প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২১-৩৮৩৮) নিয়ে সাদাপাথর ভ্রমণে আসেন। উপজেলা প্রশাসনের টিকেট কেটে গাড়িটি নির্ধারিত পার্কিং এলাকায় রাখার পর ড্রাইভারসহ সবাই ঘুরতে যান। চার ঘণ্টা পর সকাল ১১টার দিকে ফিরে এসে তারা দেখেন গাড়িটি সেখানে নেই।

ঘটনার সময় উপজেলা প্রশাসন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনায় ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ গাড়ির নম্বরসহ কন্ট্রোল রুমে তথ্য দেন।

এ প্রসঙ্গে স্থানীয় পর্যটন ব্যবসায়ী আজহার মিয়া, এর আগে এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় সাদা পাথরে ঘুরতে আসা পর্যটকদের মনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিবে। এর দায়ভার ঘাট প্রশাসনকেই নিতে হবে।

চুরি যাওয়ার পর ঘাট কর্তৃপক্ষে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার চিত্র ফুটে ওঠে।

চুরি হওয়া গাড়ি উদ্ধারে সহায়তা করতে কেউ কোনো তথ্য পেলে ০১৩২০১১৭৯৯৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, পুলিশ গাড়ি উদ্ধারে ও চোরচক্রকে শনাক্ত করতে কাজ করে যাচ্ছে।