সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) ‘শিক্ষকদের গুণগত মান নিশ্চিতকরণ’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ও এনইইউবির আইকিউএসির আয়োজনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক ও এনইইউবির আইকিউএসির পরিচালক প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে।
এসময় একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন, এনইইউবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ।
এনইইউবির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
এসময় তিনি বলেন, একদিনে ফাউন্ডেশন ট্রেনিং করানো সম্ভব হয় না। ইউজিসির উদ্যোগে কোনো বিশ্ববিদ্যালয়ে এই ট্রেনিং ছিল না৷ আমরা ২০০৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ট্রেনিং শুরু করেছি। ইউজিসির পক্ষ থেকে আমরা আগামী ১৩ তারিখ থেকে ৩০ জনের ৪ মাসের একটা ফাউন্ডেশন ট্রেনিং করছি। ফাউন্ডেশন ট্রেনিং করছি যাতে সকল টিচার দক্ষ হতে পারেন। ওয়ার্কশপ করার মাধ্যমে শিক্ষকদের মধ্যে এওয়ারনেস কাজ করছে। শিক্ষকদের ক্লাসে যাওয়ার আগে প্রচুর প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন ছাড়া কখনো ক্লাসে যাওয়া যায় না। কথা বলার সময় আপনাকে ( শিক্ষককে) বুঝে বলতে হবে, জানতে হবে। আমরা প্রত্যেকেই ভালো শিক্ষক। তাহলে কেন ফাউন্ডেশন ট্রেনিং দরকার। কারণ আমাদেরকে ভালো থেকে ভালোতর হতে হবে। কিভাবে আমি আমাকে ছাড়িয়ে যেতে পারি, সেজন্য প্রচুর জানতে হবে, পড়তে হবে। প্রতিদিন একইভাবে ক্লাস নিলে শিক্ষার্থীরা মনোযোগ হারা হয়ে যাবে। আপনাকে নিজেকে আপডেট করতে হবে। আমাকে উপযোগী হতে হবে, যাতে শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দেওয়া যায়।
তিনি আরও বলেন, কোভিডের পরে শিক্ষার্থীরা ক্লাস বিমুখ হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানেও তারা কাছ থেকে বন্ধুর রক্ত, মানুষ মারা দেখে মনোক্ষুণ্ণ হয়েছে। শিক্ষার্থীদেরকে আমাদের অনেক সময় দিতে হবে, তাদের কথা শুনতে হবে। নতুন শিক্ষকদের শিক্ষার্থীরা প্রচুর প্রশ্ন করে। তারা আগে থেকেই লিখে নিয়ে আসে। শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে।
ইংরেজি বিভাগের শিক্ষক ইশরাত মেহজাবিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, ট্রেনিং একটা চলমান প্রসেস। এটি আমরা শর্ট টাইমের জন্য এখন করেছি। তবে ভবিষ্যতে আমরা বছরে অন্তত ৬ টি ট্রেনিং প্রোগ্রাম করবো। একজন শিক্ষককে সময়মতো ক্লাসে আসতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের সামনে অনেক কথা বলতে হয় এবং তাদের সক্রিয় ও আগ্রহী রাখতে হয়। শিক্ষার্থীরা আমাদের জুনিয়র স্কলার আর শিক্ষকরা সিনিয়র স্কলার। তাদের প্রতি ভালো আচরণ, স্নেহ ও যত্নশীলতা প্রদর্শন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক যেন ভয়ের নয় বরং সম্মান ও আস্থার সম্পর্ক হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) আইপিই বিভাগের প্রফেসর ড. আব্দুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, সাস্টের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবু হায়াত মিঠু, ইউজিসির এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ ও এসপিকিউএ বিভাগের সহাকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ।
একইদিন বিকাল সাড়ে চারটায় ‘Strengthening NEUB-IQAC; Achievement, Activities and Future Plans’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক এনইইউবি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এনইইউবির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার। সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ফাইন্যান্স ডিরেক্টর, লাইব্রেরিয়ান, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগীয় প্রধানগন ও বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
এস এ শফি, সিলেট
মোবাঃ ০১৭১২৩১৭৯৬৩
তারিখ ০৯/১০/২৫