সিলেট্ব দিনভর ভোগান্তি আর দুর্ভোগের পর পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক।
তিনি জানান, বাংলাদেশ সড়ক ফেডারেশন কর্তৃপক্ষ, সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ কমিশনারের হস্তক্ষেপে তারা ধর্মঘট স্থগিত করেছেন। বিকেল তিনটায় বিভাগীয় কমিশনের কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এই জরুরি সভা ডেকেছেন।
এ ব্যাপারে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, পরিবহন শ্রমিক নেতা ও সংশ্লিষ্টদের নিয়ে বিভাগীয় কমিশনার সভা ডেকেছেন। আমরা আপাতত কর্মবিরতি স্থগিত রাখছি।
এর আগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে মারাত্মক ভোগান্তিতে পড়েন সিলেটের লোকজন। ধর্মঘটের কারণে কোনও যানবাহন চলাচল করেনি।
দুপুরে সিলেট কদমতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, লোকজন গাড়ির অপেক্ষা করছেন। কেউ কেউ রওনা দিয়েছেন
রেলওয়ে স্টেশনের দিকে। একই অবস্থা দেখা গেছে কুমারগাঁও বাস স্টেশনেও।
জানা যায়, জেলা প্রশাসকের অপসারণ, সব পাথর কোয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।