দক্ষিণ সুরমায় পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ) প্রকল্পের আওতায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সাটিফিকেট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার(২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর দক্ষিণ সুরমা আয়োজিত উত্তম কৃষি চর্চা সাটিফিকেট প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও কৃষক দেশের প্রান। কৃষিকে আরো যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর করতে প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি দেশের অর্থনৈতিক ভীত মজবুত করার পাশাপাশি খাদ্য ঘাটতি মোকাবিলা করতে কৃষি উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার গৌতম পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার দীপাংকর সুত্রধরের পরিচালনায় দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২৫ জন কৃষক অংশ গ্রহণ করেন।