, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার যুদ্ধবিরতি কার্যকর : থেমেছে ইসরাইলি হামলা, দলে দলে ঘরে ফিরছেন গাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয় : সংবাদ সম্মেলনে আরিফুল হক  জনগণের সেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘জিনিয়া অ্যাপ’ চালু করা হয়েছে : আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন থেকে সিলেট ফেরা যাত্রী
সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিলেটের ৩ কেন্দ্রীয় জামায়াত নেতা

‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ’

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা এবং সিলেটে বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার, সেতু নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সিলেটের বাসিন্দা জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলের এই বৈঠক হয়। বৈঠক শেষে নেতারা সচিবালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী। তারা সবাই সিলেটের বিভিন্ন আসনে জামায়াত ঘোষিত প্রার্থী।

এহসানুল মাহবুব জুবায়ের সন্ধ্যায় বলেন, ঢাকা-সিলেট হাইওয়ের কাজ দীর্ঘদিন থেকে চলছে। কাজের গতি খুবই ধীর। বৃষ্টিপাতের কারণে সেখানে অনেক গর্ত হয়ে গেছে। খুবই সমস্যা হচ্ছে। যারা এ কাজ করছে তাদের যথেষ্ট মনোযোগের অভাবে ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, তারা খুবই দুর্ভোগ পোহান। ৮ ঘণ্টার রাস্তা ১৪ ঘণ্টা, ১৬ ঘণ্টা, ১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যায়।

তিনি বলেন, এটা নিয়ে আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আজ দেখা করতে আসছি। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি- যত দ্রুত সম্ভব ঢাকা-সিলেট মহাসড়কের কাজটি সম্পন্ন করা। এ হাইওয়েতে দীর্ঘ যানজট নিরসনের জন্য কার্যকর কৌশল বের করা। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, তিনি সেখানে সরেজমিনে গিয়েছিলেন। কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা আশা করছি তার এই নির্দেশনায়, সবার সহযোগিতায় সিলেটবাসী বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, ভয়ংকর যে কষ্ট হয় সেই কষ্টটা লাঘব হবে।

মহাসড়কের কাজ চলাকালীন সিলেটে ট্রেনের সংখ্যা বা বগি বাড়ানোর দাবি জানানো হয়েছে জানিয়ে এ জামায়াত নেতা বলেন, তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিদ্যমান যে সময় আছে এ সময়ের মধ্যে তারা যথেষ্ট চেষ্টা করবেন। সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করছেন।

ঢাকা মহানগর উত্তরের আমীর বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আপনারা জানেন জামায়াতে ইসলামী সব সময় জনকল্যাণে সক্রিয় থাকে। সেজন্যে আজ আমরা সড়ক উপদেষ্টার সাথে বৈঠক করেছি। আমার সিলেট-৬ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে, এটি একটি ঐতিহ্যবাহী এলাকা। এ এলাকার অধিকাংশ মানুষ প্রবাসে থাকেন। এটি প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ এলাকা। আমাদের এখান থেকে গ্যাস সারাদেশে সরবরাহ করা হয়। কিন্তু আমরা এখনো সেখানে গ্যাস পাচ্ছি না।

এই দুটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা দারুনভাবে বিধ্বস্ত- মন্তব্য করে তিনি বলেন, আজ আমি দুটি ব্রিজের কথা বলে এসেছি। একটি হলো শরীফগঞ্জ-বীরগঞ্জ কুশিয়ারা নদীর ওপর, বিগত ৫০ বছর ধরে এখানে ব্রিজ দেওয়া হবে বলে সময় পার করা হচ্ছে। আজ আমরা এটি উপদেষ্টাকে জোরালোভাবে বলেছি। তিনি বলেছেন এটি জরুরি ভিত্তিতে দেখবেন। আরেকটি ব্রিজ সুরমা নদীর ওপর। এর পেছনে আমি লেগেই থাকব চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত।

শিশির মনির বলেন, দিরাই ও শাল্লা নিয়ে সুনামগঞ্জ-২ আসন। সেখানে একটি বড় ধরনের সেতুর কাজ আছে। সেটি হল চন্ডিগড় ব্রিজ। এটি সুনামগঞ্জের দিরাই, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর থানার সংযোগ স্থল। সেতুটি যদি হয় তাহলে প্রায় ১৫ লাখ লোকের যাতায়াতের ব্যবস্থা হয়। আগেও এটি নিয়ে উদ্যোগ নিয়েছি। প্রধান প্রকৌশলী সঙ্গে দেখা করেছি। আশা করছি এ বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

জনপ্রিয়

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির

সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিলেটের ৩ কেন্দ্রীয় জামায়াত নেতা

‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ’

প্রকাশের সময় : ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা এবং সিলেটে বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার, সেতু নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সিলেটের বাসিন্দা জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলের এই বৈঠক হয়। বৈঠক শেষে নেতারা সচিবালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী। তারা সবাই সিলেটের বিভিন্ন আসনে জামায়াত ঘোষিত প্রার্থী।

এহসানুল মাহবুব জুবায়ের সন্ধ্যায় বলেন, ঢাকা-সিলেট হাইওয়ের কাজ দীর্ঘদিন থেকে চলছে। কাজের গতি খুবই ধীর। বৃষ্টিপাতের কারণে সেখানে অনেক গর্ত হয়ে গেছে। খুবই সমস্যা হচ্ছে। যারা এ কাজ করছে তাদের যথেষ্ট মনোযোগের অভাবে ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, তারা খুবই দুর্ভোগ পোহান। ৮ ঘণ্টার রাস্তা ১৪ ঘণ্টা, ১৬ ঘণ্টা, ১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যায়।

তিনি বলেন, এটা নিয়ে আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আজ দেখা করতে আসছি। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি- যত দ্রুত সম্ভব ঢাকা-সিলেট মহাসড়কের কাজটি সম্পন্ন করা। এ হাইওয়েতে দীর্ঘ যানজট নিরসনের জন্য কার্যকর কৌশল বের করা। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, তিনি সেখানে সরেজমিনে গিয়েছিলেন। কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা আশা করছি তার এই নির্দেশনায়, সবার সহযোগিতায় সিলেটবাসী বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, ভয়ংকর যে কষ্ট হয় সেই কষ্টটা লাঘব হবে।

মহাসড়কের কাজ চলাকালীন সিলেটে ট্রেনের সংখ্যা বা বগি বাড়ানোর দাবি জানানো হয়েছে জানিয়ে এ জামায়াত নেতা বলেন, তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিদ্যমান যে সময় আছে এ সময়ের মধ্যে তারা যথেষ্ট চেষ্টা করবেন। সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করছেন।

ঢাকা মহানগর উত্তরের আমীর বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আপনারা জানেন জামায়াতে ইসলামী সব সময় জনকল্যাণে সক্রিয় থাকে। সেজন্যে আজ আমরা সড়ক উপদেষ্টার সাথে বৈঠক করেছি। আমার সিলেট-৬ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে, এটি একটি ঐতিহ্যবাহী এলাকা। এ এলাকার অধিকাংশ মানুষ প্রবাসে থাকেন। এটি প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ এলাকা। আমাদের এখান থেকে গ্যাস সারাদেশে সরবরাহ করা হয়। কিন্তু আমরা এখনো সেখানে গ্যাস পাচ্ছি না।

এই দুটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা দারুনভাবে বিধ্বস্ত- মন্তব্য করে তিনি বলেন, আজ আমি দুটি ব্রিজের কথা বলে এসেছি। একটি হলো শরীফগঞ্জ-বীরগঞ্জ কুশিয়ারা নদীর ওপর, বিগত ৫০ বছর ধরে এখানে ব্রিজ দেওয়া হবে বলে সময় পার করা হচ্ছে। আজ আমরা এটি উপদেষ্টাকে জোরালোভাবে বলেছি। তিনি বলেছেন এটি জরুরি ভিত্তিতে দেখবেন। আরেকটি ব্রিজ সুরমা নদীর ওপর। এর পেছনে আমি লেগেই থাকব চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত।

শিশির মনির বলেন, দিরাই ও শাল্লা নিয়ে সুনামগঞ্জ-২ আসন। সেখানে একটি বড় ধরনের সেতুর কাজ আছে। সেটি হল চন্ডিগড় ব্রিজ। এটি সুনামগঞ্জের দিরাই, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর থানার সংযোগ স্থল। সেতুটি যদি হয় তাহলে প্রায় ১৫ লাখ লোকের যাতায়াতের ব্যবস্থা হয়। আগেও এটি নিয়ে উদ্যোগ নিয়েছি। প্রধান প্রকৌশলী সঙ্গে দেখা করেছি। আশা করছি এ বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।