সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন বৃহত্তর সিলেট অঞ্চলের ৫ জন। এরমধ্যে ৪ জনই হাওর জনপদ সুনামগঞ্জে এবং একজন হবিগঞ্জের।
সুনামগঞ্জের ৪ জনের মধ্যে কেন্দ্রীয় কার্যকরী সদস্য পদে ৪৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. শাহিনুর রহমান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। শাহিনুর সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের আব্দুল মুকিত ও হামিদা বেগমের ছেলে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৪৫০ ভোট পেয়ে এজিএস পদে নির্বাচিত হয়েছেন মো. ফোজায়েল আহমদ। তিনি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ফোজায়েল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের গিয়াস উদ্দিন এবং শামিমা আক্তারের ছেলে।
রোকেয়া হলে জিএস পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের মেয়ে সিনথিয়া মেহরিন সকাল। তিনি ১৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনথিয়া অপরাধবিদ্যা বিভাগের শিক্ষাথী। শামসুন্নাহার হলে অভ্যন্তরীন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা দেওলা গ্রামের মেয়ে আশা তালুকদার। তিনি ভাষাবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ জেলার তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে। তিনি মরহুম আক্তার মিয়ার মেয়ে। ঘোষিত ফলাফলে নাবিলা পেয়েছেন ৫১৮ ভোট।
কেন্দ্রীয় কার্যকরী সদস্য পদে নির্বাচিত শাহিনুর রহমান জানান, একসময় জাতীয় রাজনীতিতে সিলেট অঞ্চলের কৃতী সন্তানদের অনেক ভূমিকা ছিল। তিনি হাওরাঞ্চলের একটি প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে সবার ভালোবাসায় ডাকসু কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জন তার একার নয় তার সহপাঠী এবং পুরো সিলেট অঞ্চলের। তিনি বলেন সিলেট অঞ্চলের যারা এই নির্বাচনে এসেছেন তারা যেকোনো সুযোগে সিলেট তথা এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন।