মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এবছর এই স্লোগান-কে সামনে সিলেটের জৈন্তাপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কতৃক এক আলোচনা সভা, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও চিত্ররাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার জর্জ মিত্র চাকমা।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আবিদ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: জুলহাস মিয়া, সাইট্রাস কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকুলী শর্মা, ডুলটিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন,হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মন্ডলীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া সভার শেষ পর্যায়ে এসে উপস্থিত হন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।