, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

জেলা প্রশাসনের অভিযানে হকারমুক্ত সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ

অবশেষে হকারমুক্ত হলো সিলেটের কিনব্রিজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কিনব্রিজ এলাকা হকারমুক্ত করা হয়। এখন থেকে এই সেতু দিয়ে কেবল মোটরসাইকেল চলাচল করতে পারবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিনব্রিজ ও আশপাশের সড়কে হকারদের উপস্থিতি পরিবহন ব্যবস্থা বিঘ্নিত করছিল। যানবাহনের চলাচলে অসুবিধা ও সাধারণ জনজীবনে সমস্যা তৈরি হওয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘কিনব্রিজকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হকার উচ্ছেদ কার্যক্রম অত্যন্ত জরুরি। আমরা চাই এ এলাকায় সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হোক।’

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘কিনব্রিজ হকারমুক্ত করার সুফল সবাই পাবেন। ১৫ দিনের মধ্যে হকারদের পুনর্বাসন করা হবে। উচ্ছেদ অভিযানকে সফল করতে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের জেলা প্রশাসক জানান, কিনব্রিজ থেকে হকার উচ্ছেদ করা হবে এবং ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে। খবরটি প্রকাশের পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাসহ বিভিন্ন স্তরের জনগণ এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে ১১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমাবাসী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের দাবি জানান এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিনব্রিজ সুরমার দুই তীরের জনগণের জন্য যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতু। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হবেন। স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক ও পরিবহণ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য পরিবহন নেতৃবৃন্দ কিনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের জন্য অনুরোধ জানান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও এ দাবিকে সমর্থন করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কিনব্রিজে মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ না করার ঘোষণা দেন।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

জেলা প্রশাসনের অভিযানে হকারমুক্ত সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ

প্রকাশের সময় : ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে হকারমুক্ত হলো সিলেটের কিনব্রিজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কিনব্রিজ এলাকা হকারমুক্ত করা হয়। এখন থেকে এই সেতু দিয়ে কেবল মোটরসাইকেল চলাচল করতে পারবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিনব্রিজ ও আশপাশের সড়কে হকারদের উপস্থিতি পরিবহন ব্যবস্থা বিঘ্নিত করছিল। যানবাহনের চলাচলে অসুবিধা ও সাধারণ জনজীবনে সমস্যা তৈরি হওয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘কিনব্রিজকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হকার উচ্ছেদ কার্যক্রম অত্যন্ত জরুরি। আমরা চাই এ এলাকায় সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হোক।’

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘কিনব্রিজ হকারমুক্ত করার সুফল সবাই পাবেন। ১৫ দিনের মধ্যে হকারদের পুনর্বাসন করা হবে। উচ্ছেদ অভিযানকে সফল করতে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের জেলা প্রশাসক জানান, কিনব্রিজ থেকে হকার উচ্ছেদ করা হবে এবং ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে। খবরটি প্রকাশের পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাসহ বিভিন্ন স্তরের জনগণ এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে ১১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমাবাসী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের দাবি জানান এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিনব্রিজ সুরমার দুই তীরের জনগণের জন্য যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতু। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হবেন। স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক ও পরিবহণ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য পরিবহন নেতৃবৃন্দ কিনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের জন্য অনুরোধ জানান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও এ দাবিকে সমর্থন করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কিনব্রিজে মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ না করার ঘোষণা দেন।