টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের গর্ত, দ্রুতগামী যানবাহনের বেপরোয়া চালনা এসব মিলিয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে বিভাগে মোট ২৯ টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনার বড় অংশই জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘটেছে। বিশেষ করে মোটরসাইকেল, ট্রাক-পিকআপ ও বাসের জটিল মিশ্রণে দুর্ঘটনার হার বেড়েছে। অনেক ক্ষেত্রে গাড়ি চাপা ও মুখোমুখি সংঘর্ষ প্রাণহানির কারণ হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সিলেটসহ দেশের সব ক্ষতিগ্রস্ত সড়ক জরুরিভিত্তিতে মেরামত এবং বৃষ্টি সহনশীল সড়ক নির্মাণে নতুন কৌশল উদ্ভাবন এখন সময়ের দাবি। তিনি সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও তদারকি জোরদারের আহ্বান জানান।