একাধিক লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করছেন চোখের সমস্যায় থাকা রোগীরা। কারো বয়স আশি, কারো বা চল্লিশ। নারী ও পুরুষ প্রায় দেড় হাজার রোগী বৃহস্পতিবার জড়ো হন সিলেটের জকিগঞ্জের মহিদপুরের মৌলিভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে।
১২টি বুথে তাদের রেজিস্ট্রেশনের পর চিকিৎসা সেবা দেন একদল চিকিৎসক। বিপুল সংখ্যক রোগীদের এমন সেবার উদ্যোগ নেয় জিয়াউর রহামন ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। আলোকিত দৃষ্টি, মানবিক বন্ধ-চোখের আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন-প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ভার্চুয়ালি বক্তব্য দেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এর চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবী ফাহিম আল চৌধুরী।
প্রধান অতিথি ডা. ডোনার তার বক্তব্যে বলেন, ২৬ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশের যেখানে দুর্ভোগ, সমস্যা সেখানে ফাউন্ডেশন। ২৬ বছর ধরে আমরা কাজ করছি। আগামীতে কলেজ পর্যায়ে বৃত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। সিলেটসহ সারাদেশে ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, বৃত্তি ও দুযোগে পড়া জনগোষ্টির জন্য কাজ করা হচ্ছে।
ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ড্যাব মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অধ্যাপক ডা. ইকবাল, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, কানাইঘাট বিএনপি নেতা আশিক চৌধুরী, ডা. শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শাহাব উদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এই চক্ষু সেবা আগামি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথধাপে সেবা প্রদানের পর পরবর্তীতে আবার একই সময়ের মধ্যে রোগীদের ফলোআপ গ্রহন করা হবে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আগামি শনিবার উপজেলার বাবুবাজারের জোবেদ আলী উচ্চ বিদ্যালয়, বুধবার বীরদল উচ্চ বিদ্যালয়, ২৩ আগষ্ট হাফিজ মজুমদার বিদ্যা নিকেতন, ৩০ আগষ্ট কানাইঘাটের শাহজালাল ছাত্তারিয়া মাদ্রাসা, ৬ সেপ্টেম্বর মুলাগুল উচ্চা বিদ্যালয়, ৮ সেপ্টেম্বর চতুল হারাতৈল মহিলা মাদ্রাসা ও ১৩ সেপ্টেম্বর জকিকগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যায়ে ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত হবে।