, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার যুদ্ধবিরতি কার্যকর : থেমেছে ইসরাইলি হামলা, দলে দলে ঘরে ফিরছেন গাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয় : সংবাদ সম্মেলনে আরিফুল হক  জনগণের সেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘জিনিয়া অ্যাপ’ চালু করা হয়েছে : আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম

জকিগঞ্জে নোমান হত্যাকাণ্ড : অভিযোগের তীর পরিবারের দিকে, দেওয়া হয়নি থানায় অভিযোগ

সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে নতুন নতুন রহস্য যোগ হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

গত বুধবার বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু পরে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি আসে। বিষয়টি স্থানীয়দের কাছে আরও সন্দেহজনক মনে হয়।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যা। তারা প্রকাশ্যে দাবি করেছেন—নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয়দের ভাষ্য, হত্যার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। এমনকি সিসি ক্যামেরা সরিয়ে ফেলা ও লাশ উদ্ধারের পর থানায় তাদের অনুপস্থিতিও রহস্য ঘনীভূত করেছে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, “ঘটনার পর থেকে নিহতের স্ত্রী, সন্তান, শ্যালক ও নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক দিক মাথায় রেখে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এটিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।”

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন।

জনপ্রিয়

গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন

জকিগঞ্জে নোমান হত্যাকাণ্ড : অভিযোগের তীর পরিবারের দিকে, দেওয়া হয়নি থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে নতুন নতুন রহস্য যোগ হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

গত বুধবার বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু পরে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি আসে। বিষয়টি স্থানীয়দের কাছে আরও সন্দেহজনক মনে হয়।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যা। তারা প্রকাশ্যে দাবি করেছেন—নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয়দের ভাষ্য, হত্যার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। এমনকি সিসি ক্যামেরা সরিয়ে ফেলা ও লাশ উদ্ধারের পর থানায় তাদের অনুপস্থিতিও রহস্য ঘনীভূত করেছে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, “ঘটনার পর থেকে নিহতের স্ত্রী, সন্তান, শ্যালক ও নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক দিক মাথায় রেখে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এটিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।”

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন।