সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম (মাদাননগর) এলাকার রাস্তার পাশে ধানক্ষেত থেকে এক বৃদ্ধার লাশ (২আগষ্ট) শনিবার সকালে উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুুলিশ। মৃত ব্যক্তির নাম মাহমুদ আলী (৬৫)। তিনি কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রাসাদ ইউনিয়নের বড়চাতল গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের পুত্র।
স্থানীয়রা জানান, মাহমুদ আলী একজন বয়স্ক মানুষ ছিলেন। একসময় তিনি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে অনেকটাই আর্থিক স্বচ্ছল ছিলেন।
তার মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতদেহের পাশে পাওয়া গেছে তার ব্যবহৃত টর্চ লাইট, জুতা ও একটি হ্যান্ড গ্লাভস। ক্ষেতের ধানও ছিল অক্ষত ও পরিপাটি। এসব তথ্য এলাকাবাসীর মধ্যে রহস্য ও সন্দেহ বাড়িয়ে দিয়েছে।
এলাকাবাসীর দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।