বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন রুটের একটি ফ্লাইটের যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি-২০২ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
বিমানটি বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করে কর্তৃপ্ক্ষ।
নাম না প্রকাশের শর্তে বিমান বাংলাদেশ সিলেটের এক কর্মকর্তা বলেন, ২৭-এ আসনের ওই যুবক মদ্যপ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিমানে ওঠার পর সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন। কোনোভাবেই নিবৃত করা সম্ভব না হওয়ায় দড়ি দিয়ে তাকে নিজের আসনের সঙ্গে বেঁধে রাখে লোকজন। এরপর থেকে তিনি ক্রুদের, বিশেষ করে নারী ক্রুদের অশ্লীল গালি-গালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি ২৭-সি নম্বর সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন।
পরিচালক হাফিজ আহমদ বলেন, ওই যাত্রী বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন। তবে তিনি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন। পরিবারের লোকজন ক্ষতিপূরণের টাকা নিয়ে আসছে। বিষয়টি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ দেখছে।