, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা

কোম্পানীগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের দায়ে ১১ জনের জেল, ৮ নৌকা জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনেরকালে ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় ৬টি স্টিল বডি নৌকা ও লিস্টার মেশিন লাগানো ২টি কাঠের বারকি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ও থানার অফিসার ইনচার্জ (ওসি), মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কালাসাদেক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো; ইকবাল হোসেনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা।

অভিযানকালে ধলাই সেতুর ৫০০ মিটারের মধ্যে লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করতে দেখা গেলে ৮টি নৌকা আটক ও ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল দেওয়া হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দুরালপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র মোঃ এবাদুর রহমান (২২), একই উপজেলার দুর্লভপুর গ্রামের ইজ্জত আলীর পুত্র মোঃ একরাম হোসেন (২২), আব্দুল হানিফ এর পুত্র মোঃ আতাউর রহমান (৩৩), আব্দুস সুবাহানের পুত্র মোঃ নজরুল ইসলাম (৩৫), রইছ আলীর পুত্র মুজিবুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ মফিকুল হক (৩০), একই উপজেলার বসন্তপুর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো. সজিব (২২),মৃত গোলাম মোস্তফা’র পুত্র আলী রাজ (২৮), জামালগঞ্জ উপজেলার হরিণাকান্দি গ্রামের মৃত আব্দুল হাই এর পুত্র মো. মহাসিন আহমদ (২৮), পিতা মৃত আব্দুল হাই, তাহিরপুর উপজেলার শুলাহা গ্রামের মৃত দেওয়ানের পুত্র মোঃ তৌফিক মিয়া (৩০), একই গ্রামের মনজুর আলীর পুত্র মো. আলী হোসেন (২৩),

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া বলেন, লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, ‘আটক ১১জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, অবৈধ বালু পাথর উত্তোলনের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

জনপ্রিয়

সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের দায়ে ১১ জনের জেল, ৮ নৌকা জব্দ

প্রকাশের সময় : ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনেরকালে ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় ৬টি স্টিল বডি নৌকা ও লিস্টার মেশিন লাগানো ২টি কাঠের বারকি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ও থানার অফিসার ইনচার্জ (ওসি), মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কালাসাদেক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো; ইকবাল হোসেনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা।

অভিযানকালে ধলাই সেতুর ৫০০ মিটারের মধ্যে লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করতে দেখা গেলে ৮টি নৌকা আটক ও ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল দেওয়া হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দুরালপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র মোঃ এবাদুর রহমান (২২), একই উপজেলার দুর্লভপুর গ্রামের ইজ্জত আলীর পুত্র মোঃ একরাম হোসেন (২২), আব্দুল হানিফ এর পুত্র মোঃ আতাউর রহমান (৩৩), আব্দুস সুবাহানের পুত্র মোঃ নজরুল ইসলাম (৩৫), রইছ আলীর পুত্র মুজিবুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ মফিকুল হক (৩০), একই উপজেলার বসন্তপুর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো. সজিব (২২),মৃত গোলাম মোস্তফা’র পুত্র আলী রাজ (২৮), জামালগঞ্জ উপজেলার হরিণাকান্দি গ্রামের মৃত আব্দুল হাই এর পুত্র মো. মহাসিন আহমদ (২৮), পিতা মৃত আব্দুল হাই, তাহিরপুর উপজেলার শুলাহা গ্রামের মৃত দেওয়ানের পুত্র মোঃ তৌফিক মিয়া (৩০), একই গ্রামের মনজুর আলীর পুত্র মো. আলী হোসেন (২৩),

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া বলেন, লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, ‘আটক ১১জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, অবৈধ বালু পাথর উত্তোলনের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।