, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার যুদ্ধবিরতি কার্যকর : থেমেছে ইসরাইলি হামলা, দলে দলে ঘরে ফিরছেন গাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয় : সংবাদ সম্মেলনে আরিফুল হক  জনগণের সেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘জিনিয়া অ্যাপ’ চালু করা হয়েছে : আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন থেকে সিলেট ফেরা যাত্রী

কানাইঘাটে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে জামায়াত নেতা খুন

সিলেটের কানাইঘাটে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের হামলায় জামায়াত নেতা শিহাব উদ্দিন (৪৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি স’মিলের পাশে জামায়াত নেতার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন জামায়াতে শ্রমিক সংগঠন- শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের খালোপার গ্রামের বাসিন্দা। শিহাব উদ্দিন বালু ও পাথরের ব্যবসা করতেন।

স্বজনরা জানায়, আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮মে) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জামায়াত নেতার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।

নিহত জামায়াত নেতা শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক সারাবাংলাকে বলেন, ‘ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনিরা চিহ্নিত।’

কারা এ ঘটনার সঙ্গে জড়িত জানতে চাইলে তিনি বলেন, ‘লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির আমার ভাইকে খুন করেছে। তারা একই গ্রামের ও আওয়ামী লীগের রাজনীতি করেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতেই এলাকায় গিয়েছি। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে এ খুন হতে পারে বলে আমরা প্রাথমিক জানতে পেরেছি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয়

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির

কানাইঘাটে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে জামায়াত নেতা খুন

প্রকাশের সময় : ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

সিলেটের কানাইঘাটে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের হামলায় জামায়াত নেতা শিহাব উদ্দিন (৪৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি স’মিলের পাশে জামায়াত নেতার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন জামায়াতে শ্রমিক সংগঠন- শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের খালোপার গ্রামের বাসিন্দা। শিহাব উদ্দিন বালু ও পাথরের ব্যবসা করতেন।

স্বজনরা জানায়, আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮মে) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জামায়াত নেতার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।

নিহত জামায়াত নেতা শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক সারাবাংলাকে বলেন, ‘ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনিরা চিহ্নিত।’

কারা এ ঘটনার সঙ্গে জড়িত জানতে চাইলে তিনি বলেন, ‘লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির আমার ভাইকে খুন করেছে। তারা একই গ্রামের ও আওয়ামী লীগের রাজনীতি করেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতেই এলাকায় গিয়েছি। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে এ খুন হতে পারে বলে আমরা প্রাথমিক জানতে পেরেছি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।