, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার

এসএসসি পরীক্ষায় সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ শিক্ষার্থী

সারা দেশের ন্যায় সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাংলা (আবশ্যিক) ১ম পত্র বিষয়ের পরীক্ষা। এতে সিলেট বিভাগে অনুপস্থিত ছিলেন ৮৭৮ জন শিক্ষার্থী।

অনুপস্থিতির হার শতকরা ১ দশমিক ০৬ ভাগ। অনুপস্থিত ৮৭৮ জনের মধ্যে সিলেট জেলায় ৩০১, হবিগঞ্জে ১৯৫, মৌলভীবাজারে ১৮৩ ও সুনামগঞ্জে ১৯৯ জন শিক্ষার্থী রয়েছে। তাছাড়া মৌলভীবাজারে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৬০ শতাংশই ছাত্রী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৬৮২ জন। গত বছর সিলেট বোর্ডে এসএসসিতে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৫৫৪ জন।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮৭০ জন, মানবিকে ৭১ হাজার ৫১৯ জন এবং বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী রয়েছে।

এদিকে পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারিসহ ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বেলা ১১টায় পরীক্ষা চলাকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

এ সময় উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক উপ-পরিচালক একেএম আব্দুল্লাহ, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

সারা দেশের ন্যায় সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাংলা (আবশ্যিক) ১ম পত্র বিষয়ের পরীক্ষা। এতে সিলেট বিভাগে অনুপস্থিত ছিলেন ৮৭৮ জন শিক্ষার্থী।

অনুপস্থিতির হার শতকরা ১ দশমিক ০৬ ভাগ। অনুপস্থিত ৮৭৮ জনের মধ্যে সিলেট জেলায় ৩০১, হবিগঞ্জে ১৯৫, মৌলভীবাজারে ১৮৩ ও সুনামগঞ্জে ১৯৯ জন শিক্ষার্থী রয়েছে। তাছাড়া মৌলভীবাজারে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৬০ শতাংশই ছাত্রী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৬৮২ জন। গত বছর সিলেট বোর্ডে এসএসসিতে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৫৫৪ জন।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮৭০ জন, মানবিকে ৭১ হাজার ৫১৯ জন এবং বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী রয়েছে।

এদিকে পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারিসহ ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বেলা ১১টায় পরীক্ষা চলাকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

এ সময় উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক উপ-পরিচালক একেএম আব্দুল্লাহ, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।