সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পাচপারা তুড়গ্রামে এক পিতার বিরুদ্ধে নিজের কন্যাকে ধ র্ষ ণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম জয়নাল (৬০)। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি তার ১৭ বছর বয়সী কন্যার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল পেশায় হাওরে বিল পাহারাদার হিসেবে কাজ করেন। তার মেয়ে নিয়মিত বাবার কাজে সহায়তা করত এবং টিফিন নিয়ে যেত হাওরে। এ সুযোগে জয়নাল মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। মেয়েটি লজ্জা ও ভয় থেকে বিষয়টি কাউকে না জানালেও, সম্প্রতি গর্ভবতী হয়ে পড়লে (প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা) পরিবারের চাপে সে ঘটনাটি স্বীকার করে জানায়— এই গর্ভ তার নিজের বাবার কারণে হয়েছে।
এ ঘটনায় মেয়ের মা সুরুতুন প্রতিবাদ জানালে, জয়নাল ক্ষিপ্ত হয়ে তাকে তালাক দেন। তবে ঘটনাটি এলাকায় জানাজানি হলে পরে আবারও তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরিয়ে নিয়ে সংসার করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, জয়নাল অতীতেও চ রি ত্রহী নতার পরিচয় দিয়েছিলেন। বিয়ের আগেই স্ত্রী সুরুতুনের সঙ্গে অ বৈ ধ সম্পর্ক স্থাপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা আঞ্চলিক সালিশি পরিষদের পক্ষ থেকে কোনো বিচার বা পদক্ষেপ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে— বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্ত জয়নালের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।