, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ইলিয়াস আলী কে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল, বিভিন্ন স্লোগানে মুখরিত পৌরশহর সিলেটে চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ  সিলেটে মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে হত্যা, দুইজন গ্রেফতার তারেক রহমানের নির্দেশ পেয়ে সিলেট ২ আসনের মাঠে নেমেছি : বিশ্বনাথে হুমায়ুন কবির সাবেক কাউন্সিলর সুমনের আবেগময় বক্তব্য মৌলভীবাজারে নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেট নগরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে স্মারকলিপি প্রদান আধুনিক বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং এক অপরিহার্য শক্তি : অধ্যক্ষ মো. ফয়জুল হক
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

ঈদের দিনে সিলেটে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পারে এ ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভীতরগুল ও লামার দমদমীয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্ঘামারা বিলের পারের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে উভয় গ্রামের মধ্যে গত কয়েক দিন ধরে সালিশ চলে আসছিল।

সোমবার ঈদের নামাজ শেষে বেলা ১১টার দিকে দমদমীয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছিল। এদিকে ঈদের দিন দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে খেলার আয়োজন করে। অপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে ফুটবল খেলতে যায়। এসময় উভয় গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধে জড়ায়।

এক পর্যায়ে তর্কে জড়িয়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়

সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ঈদের দিনে সিলেটে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

প্রকাশের সময় : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পারে এ ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভীতরগুল ও লামার দমদমীয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্ঘামারা বিলের পারের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে উভয় গ্রামের মধ্যে গত কয়েক দিন ধরে সালিশ চলে আসছিল।

সোমবার ঈদের নামাজ শেষে বেলা ১১টার দিকে দমদমীয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছিল। এদিকে ঈদের দিন দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে খেলার আয়োজন করে। অপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে ফুটবল খেলতে যায়। এসময় উভয় গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধে জড়ায়।

এক পর্যায়ে তর্কে জড়িয়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।