ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাপরিচালক আব্দুস সালাম খান এর ইমাম প্রশিক্ষণ একাডেমী, সিলেট কেন্দ্র পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক আঃ সালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ) ইমাম প্রশিক্ষণ একাডেমী, সিলেট কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি একাডেমির চলমান ১১৭৯তম ব্যাচের ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের তাঁদের লব্ধ জ্ঞান সমাজ, ধর্ম ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের পরিচালক মহিউদ্দিন মজুমদার, ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট কেন্দ্রের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক কৃষিবিদ আনোয়ারুল কাদির, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক মোশাররফ হোসেনসহ একাডেমির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে তিনি একাডেমির সৌন্দর্যবর্ধিত নয়নাভিরাম ছাদ বাগান পরিদর্শন করেন এবং এর প্রশংসা করেন।