দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্দোগে বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসায় আয়োজিত বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির।
মাদরাসার প্রতিষ্ঠাতা, ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফির পরিচালনায় চারা বিতরণপূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাদরাসার প্রিন্সিপাল মোঃ কামারুজ্জামান, হিফজ ও এতিমখানার প্রধান হাফিজ মাহফুজুর রহমান, হোষ্টেল সুপার সৈয়দ এহিয়া।
এসময় মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।