আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩ এপিবিএন খুলনাকে হারিয়ে ৭ এপিবিএন সিলেট চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার বিকেলে বরিশালে আয়োজিত আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩ এপিবিএন, খুলনা বনাম ৭ এপিবিএন, সিলেট এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও জমজমাটপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় ৭ এপিবিএন, সিলেট ৩ এপিবিএন, খুলনাকে (৩-১) গোলে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করেন।
তাদের এ অর্জনে ৭ এপিবিএন সিলেট এর অধিনায়ক এ আর এম আলিফ ফুটবল টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।