, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার যুদ্ধবিরতি কার্যকর : থেমেছে ইসরাইলি হামলা, দলে দলে ঘরে ফিরছেন গাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয় : সংবাদ সম্মেলনে আরিফুল হক  জনগণের সেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘জিনিয়া অ্যাপ’ চালু করা হয়েছে : আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার, মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত গোধূলি বৃদ্ধাশ্রমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা জেসমিন জেসির তত্ত্বাবধায়নে বৃদ্ধ মা-বাবাদের জন্য দুপুরে একবেলা খাবারের আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০ টায় আর্ন এন্ড লিভের প্রতিনিধিরা চাল, ডাল,তেল, লবন,মাংস,মাছ,ডিম,সবজি নিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হতেই বসে আনন্দের হাট। কেউ মেঝে শুয়ে আছেন, কেউ পা গুটিয়ে আপন খেয়ালে দোল খাচ্ছেন, কেউ জানালার ফাঁকে উদাস চোখে আলোর দিকে তাকিয়ে আছেন, আবার অনেকেই একই সঙ্গে বসে গল্প করছেন। দেখলে মনে হবে অদৃশ্য স্বজনদের হারানো ভালোবাসা যেন নতুন করে খুঁজে পেয়েছেন তারা।

বীরগঞ্জের ছোট একটি গ্রামে অবস্থিত গোধূলি বৃদ্ধাশ্রমে দুপুরের একবেলা আহার বৃদ্ধাশ্রমে সুন্দর একটি সময় কাটালো আর্ন এন্ড লিভ টিমের সদস্যরা।

ষাট থেকে সত্তর উর্ধ্বে এ সব বৃদ্ধা মা-বাবা মধ্যাহ্নভোজের মাধ্যমে আর্ন এন্ড লিভের টিমের সাথে শুনালেন তাদের না বলা অনেক কথা, যার বেশির ভাগই কষ্ট আর বেদনার যন্ত্রনা।

দুপুরের খাবার শেষে জোৎস্না বেগম বলেন, ২ বছর থেকে এখানে আছি, বহুদিন আগত কিছু তোমার মতো লোক আসিয়া ভালো খাওয়াইছিল, আর এরকম গোস্ত-মাছ-ডিম একসাথে খাওয়া হয়নাই। আজ এত সুন্দর খাবারের আয়োজন পেয়ে খুব খুশি।

সেচ্ছাসেবী ওমর ফারুক বলেন, আর্ন এন্ড লিভ আজকে মা দিবস উপলক্ষে গোধূলী বৃদ্ধাশ্রমে যে খাবারের আয়োজন করেছে। এটি সত্যিই প্রশংসনীয় কাজ, এখানে আশ্রয় নেয়া বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহ মাছ-মাংস, ডিম, ডাল সবজি লেবু শশা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছে। আমরা চাই আর্ন এন্ড লিভ এই কার্যক্রম অব্যাহত রাখুক।

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমার বাবা-মা দুনিয়াতে বেঁচে নাই। আজকে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গোধুলি বৃদ্ধাশ্রমে ভালো খাবার দিয়েছি, আমার বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহকারে খেয়েছে। আমি যখন কারো জন্য কিছু করার চেষ্টা করি, তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রশান্তির ঢল বয়ে যায়।

ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং আরও মানুষকে এই উদ্যোগে যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
সমাজে অবহেলিত বৃদ্ধদের প্রতি ভালোবাসা, যত্ন এবং মানবিক সহানুভূতি প্রকাশ করছি।

জনপ্রিয়

গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ

প্রকাশের সময় : ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার, মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত গোধূলি বৃদ্ধাশ্রমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা জেসমিন জেসির তত্ত্বাবধায়নে বৃদ্ধ মা-বাবাদের জন্য দুপুরে একবেলা খাবারের আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০ টায় আর্ন এন্ড লিভের প্রতিনিধিরা চাল, ডাল,তেল, লবন,মাংস,মাছ,ডিম,সবজি নিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হতেই বসে আনন্দের হাট। কেউ মেঝে শুয়ে আছেন, কেউ পা গুটিয়ে আপন খেয়ালে দোল খাচ্ছেন, কেউ জানালার ফাঁকে উদাস চোখে আলোর দিকে তাকিয়ে আছেন, আবার অনেকেই একই সঙ্গে বসে গল্প করছেন। দেখলে মনে হবে অদৃশ্য স্বজনদের হারানো ভালোবাসা যেন নতুন করে খুঁজে পেয়েছেন তারা।

বীরগঞ্জের ছোট একটি গ্রামে অবস্থিত গোধূলি বৃদ্ধাশ্রমে দুপুরের একবেলা আহার বৃদ্ধাশ্রমে সুন্দর একটি সময় কাটালো আর্ন এন্ড লিভ টিমের সদস্যরা।

ষাট থেকে সত্তর উর্ধ্বে এ সব বৃদ্ধা মা-বাবা মধ্যাহ্নভোজের মাধ্যমে আর্ন এন্ড লিভের টিমের সাথে শুনালেন তাদের না বলা অনেক কথা, যার বেশির ভাগই কষ্ট আর বেদনার যন্ত্রনা।

দুপুরের খাবার শেষে জোৎস্না বেগম বলেন, ২ বছর থেকে এখানে আছি, বহুদিন আগত কিছু তোমার মতো লোক আসিয়া ভালো খাওয়াইছিল, আর এরকম গোস্ত-মাছ-ডিম একসাথে খাওয়া হয়নাই। আজ এত সুন্দর খাবারের আয়োজন পেয়ে খুব খুশি।

সেচ্ছাসেবী ওমর ফারুক বলেন, আর্ন এন্ড লিভ আজকে মা দিবস উপলক্ষে গোধূলী বৃদ্ধাশ্রমে যে খাবারের আয়োজন করেছে। এটি সত্যিই প্রশংসনীয় কাজ, এখানে আশ্রয় নেয়া বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহ মাছ-মাংস, ডিম, ডাল সবজি লেবু শশা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছে। আমরা চাই আর্ন এন্ড লিভ এই কার্যক্রম অব্যাহত রাখুক।

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমার বাবা-মা দুনিয়াতে বেঁচে নাই। আজকে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গোধুলি বৃদ্ধাশ্রমে ভালো খাবার দিয়েছি, আমার বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহকারে খেয়েছে। আমি যখন কারো জন্য কিছু করার চেষ্টা করি, তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রশান্তির ঢল বয়ে যায়।

ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং আরও মানুষকে এই উদ্যোগে যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
সমাজে অবহেলিত বৃদ্ধদের প্রতি ভালোবাসা, যত্ন এবং মানবিক সহানুভূতি প্রকাশ করছি।