নর্থ-ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শনিবার (০২ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটের সময় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
মরহুমের জানাজার নামাজ বাদ আসর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
পরে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্থইস্ট মেডিকেল প্রইভেট লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মূসা এম এ কাইয়ুম ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীস, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ( ভারপ্রাপ্ত ) ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের পরিচালক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।